বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিরুদ্ধে টাকা নিয়ে আবাস যোজনার ঘর করে দেওয়ার অভিযোগ
1 min readআজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, ২ জানুয়ারি:- বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিরুদ্ধে টাকা নিয়ে আবাস যোজনার ঘর করে দেওয়ার অভিযোগ উঠলো । সোমবার কুমারগঞ্জ ব্লকের বটুন পঞ্চায়েতের ঘটনা। বাসিন্দাদের অভিযোগ আবাস যোজনার এর আগেও যে সমস্ত পরিবার ঘর পেয়েছে তারপরেও নতুন আবাস যোজনা লিস্টে তাদেরই নাম রয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের এক কর্মচারী বিরুদ্ধে টাকা তুলে বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে কুমারগঞ্জ থানার পুলিশ। এরপর অভিযুক্ত পঞ্চায়েত কর্মী শাহজাদ আলী মন্ডল কে আটক করে পুলিশ।
বাসিন্দাদের অভিযোগ তাঁরা একশো দিনের কাজের টাকা, সরকারী আবাস যোজনা থেকে বঞ্চিত। ব্লক অফিসের লোকেরা বাড়ি গিয়ে সার্ভে করে আসলেও তালিকায় তাঁদের নাম নেই। তার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ ব্লকের একজন কর্মী ও কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় ব্লক অফিস থেকে নতুন ভাবে এলাকার সার্ভে করে যে সমস্ত মানুষ এই আবাস যোজনার বাড়ি পাওয়ার উপযুক্ত তারাই বাড়ি যাতে পায় তার একটি সুষ্ঠু বিচার করতে হবে।