কালিয়াচকে উদ্ধার ব্রাউন সুগার সহ ব্রাউন সুগার পরিমাপের যন্ত্র।
1 min read
আজকের বার্তা, মালদা, ০১নভেম্বর, :- মালদার কালিয়াচকে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার সহ ব্রাউন সুগার পরিমাপের যন্ত্র। বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় এক লক্ষ দশ হাজার ভারতীয় আসল টাকা, একটি টাকা গণনার যন্ত্র ও ব্রাউন সুগার সহ পরিমাপের যন্ত্র। ঘটনায় পলাতক বাড়ির মালিক। অভিযুক্তকে গ্রেফতার করতে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপনসূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াচক থানার আইসি আশিস দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায় মজমপুর এলাকায়। সেই গ্রামের বাসিন্দা আমিরুল শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।পাশাপাশি পুলিশ উদ্ধার করে এক লক্ষ দশ হাজার ভারতীয় আসল টাকা। একটি টাকা গণনার যন্ত্র ও ব্রাউন সুগার পরিমাপের যন্ত্র। তবে পুলিশের অভিযানের আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাড়ির মালিক আমিরুল শেখ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ব্রাউন সুগার বিক্রি করতেই বাড়িতে মজুত করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চলছে, এমনকি এই ব্যবসা চালাতে বাড়ি থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার পরিমাপের যন্ত্র। কোথায় এবং কি ভাবে এই ব্রাউন সুগার ব্যবসা চলছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বাড়ির মালিক গ্রেফতার সহ এই চক্রের সাথে আরো কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।