স্কুলছুট কিশোরীদের সংখ্যা কমাতে ও সুস্বাস্থ্য গড়ে তুলতে সচেতনতা শিবির বালুরঘাটে।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ০১ নভেম্বর ঃ- স্কুলছুট কিশোরীদের সংখ্যা কমাতে ও সুস্বাস্থ্য গড়ে তুলতে সচেতনতা শিবির বালুরঘাটে। এলাকার কিশোরীদের নিয়ে সচেতনতামূলক শিবির করল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের কর্মীরা। বালুরঘাট আত্রেয়ী কলোনি আইসিডিএস কেন্দ্রে কিশোরীদের নিয়ে সচেতনতা মুলক শিবিরের পাশাপাশি ক্যুইজ প্রতিযোগিতা করা হয়।
মূলত, এলাকার স্কুলছুট কিশোরীদের যাতে পুনরায় স্কুলে ফেরানো যায় এবং সুস্বাস্থ্য গড়ে তুলতে কিশোরী বয়সে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ক জনসচেতনতা বাড়ানো এই শিবিরের উদ্দেশ্য। বালুরঘাট আত্রেয়ী কলোনিতে এদিনের শিবিরে উপস্থিত ছিল এলাকার প্রায় কুড়ি জন কিশোরী। যদিও এলাকায় একটি ও স্কুলছুট কিশোরী পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়েই অনুষ্ঠিত হয় সচেতনতামূলক শিবির। কিশোরীদের সুস্বাস্থ্য গড়ে তুলতে ও রক্তস্বল্পতা কমাতে আয়রন যুক্ত খাদ্য গ্রহণ সহ বাল্যবিবাহ প্রতিরোধ সমস্ত বিষয়ে আলোচনা হয় এই শিবিরে। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্যুইজ প্রতিযোগিতা।
আই,সি,ডি,এস পরিদর্শক মিতালি পাল জানান, এলাকার কিশোরীদের নিয়ে সচেতনতামূলক শিবির করা হয়েছে। ১৮ বছরের আগে কোন নাবালিকা যাতে বিবাহ না করে এবং নারী পাচারের ফাঁদে পা না দেয় সে বিষয়ে সচেতন করা হলো পাশাপাশি বয়সন্ধি কালে অ্যানিমিয়া থেকে বাঁচতে আয়রন যুক্ত খাবারের পরামর্শ দেয়া হয়। জেলা আইসিডিএস এর পক্ষ থেকে এরকম একাধিক প্রকল্প নেওয়া হয়েছে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে।