একাধিক সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এবছর পুলিশ দিবস পালন করলো বালুরঘাট থানা৷
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১ সেপ্টেম্বর : বালুরঘাট থানার পক্ষ থেকে বালুরঘাট শহরের পালিত হলো পুলিশ দিবস। একাধিক সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এবছর পুলিশ দিবস পালন করলো বালুরঘাট থানা৷ বৃক্ষরোপণ, বাল্যবিবাহ রোধ সহ একাধিক বিষয়ে মানুষকে স্বচেতন করতে একটি ট্যাবলো উদ্ধবোধন করা হয় পুলিশ দিবস উপলক্ষে বালুরঘাট থানার পক্ষ থেকে।
সারা বছর পুলিশ প্রশাসনের কাজের স্বীকৃতি দিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পহেলা সেপ্টেম্বর প্রত্যেক বছর পুলিশ দিবস উদযাপন করা হয়। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পক্ষ থেকে পুলিশ দিবস উদযাপন করা হয় এদিন। সামাজিক সচেতনতা বিষয়ক একাধিক বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরে এবারের পুলিশ দিবস উদ্যাপন করে বালুরঘাট থানা।
পুলিশ পাবলিক ফ্রেন্ডলি রিলেশনশিপ কর্মসূচিকে প্রাধান্য দিয়ে সারা বছর কাজ করে আসে বালুরঘাট থানা। রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, সারদ সম্মান প্রদান, অ্যান্টি ড্রাগ সচেতনতা শিবির, সেফ ড্রাইভ সেভ লাইফ সহ সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বচেতনতা মূলক শিবির সহ একাধিক কর্মসূচি পালন করে থাকে বালুরঘাট থানা। সেই সমস্ত কাজের উপমা এদিন থানা প্রাঙ্গণে প্রদর্শিত করা হয়। পাশাপাশি ইতিমধ্যেই রাজ্যের সমস্ত থানার মধ্য থেকে সেরা থানার শিরোপা পায় বালুরঘাট থানা। সেই সেরা থানার শিরোপা এদিন পুলিশ দিবস উপলক্ষে বালুরঘাট থানা চত্বরে প্রদর্শিত করা হয়। বালুরঘাট থানার সমস্ত কৃতি কাজের উপমা তুলে ধরে এদিন পুলিশ দিবস উদ্যাপন করে বালুরঘাট থানা কতৃপক্ষ।
বালুরঘাট থানার পক্ষ থেকে পুলিশ দিবস উপলক্ষে এদিন বাল্যবিবাহ প্রতিরোধে, বৃক্ষরোপণ, সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক একটি ট্যাবলো উদ্ধবোধন করা হয় এদিন। সামাজিক স্বচেতনতা বার্তা বাহী এই ট্যাবলোটি বালুরঘাট থানার অন্তর্গত এলাকা পরিক্রমা করবে। বালুরঘাট থানার পুলিশ দিবস উদ্যাপন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আই সি শান্তি নাথ পাজা সহ অন্যান্য আধিকারিকেরা।।