বালুরঘাট চকভৃগু এক ব্যবসায়ীর মৃতদেহ পাগলীগঞ্জ এলাকার আত্রেয়ী নদীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার কাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১ সেপ্টেম্বর: আত্রেয়ী পাড় থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। বালুরঘাট চকভৃগু এক ব্যবসায়ীর মৃতদেহ পাগলীগঞ্জ এলাকার আত্রেয়ী নদীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার কাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ।
স্থানীয় সুত্রে খবর, বৃহস্পতিবার হঠাৎ পাগলীগঞ্জ এলাকার আত্রেয়ী নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় এক ব্যেক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। আত্রেয়ী পারে হঠাৎ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় স্থানীয় বাসিন্দারা খবর দেয় বালুরঘাট থানায়। বালুরঘাট থানার পুলিশ গিয়ে মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়।
পুলিশ সুত্রে জানাযায়, মৃত ব্যেক্তির নাম বিপ্লব দাস। বাড়ি বালুরঘাট চকভৃগু এলাকার আখিড়া পাড়া এলাকায়। পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন বিপ্লব দাস। হঠাৎ মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাধতে শুরু করেছে। বাড়ি থেকে এতদূরে হঠাৎ এক ব্যেক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ধন্ধ দেখা দিয়েছে পরিবার থেকে পুলিশ সকলের মনে। মৃতের কারণ নিয়েও ধুয়াশা রয়েছে সকলের মনে।
আত্মহত্যা না কি খুন? কি কারণে মৃত্যু হলো এই ব্যেক্তির, তা নিয়ে রয়েছে একাধিক ধন্ধ। বাড়ি পাশে নদী থাকা সত্তেও পাগলীগঞ্জে নদীর ধারে মৃতদেহ পড়ে থাকায় রহস্য দানা বেঁধেছে এই মত্যুকে কেন্দ্র করে। পাগলীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।