Sun. Oct 1st, 2023

বালুরঘাট পৌরসভার উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ডে শুভ সূচনা হলো সি সি রোডের।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১ সেপ্টেম্বর: বালুরঘাট পৌরসভার উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ডে শুভ সূচনা হলো সি সি রোডের। দীর্ঘ দিনের দাবি মেনে রাস্তা তৈরি কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পথশ্রী প্রকল্পের অধীনে শুরু হলো এই সি সি রোড নির্মাণের কাজ।

দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থাকা বালুরঘাট ব্লকের চকভৃগু এলাকা বালুরঘাট পৌরসভার অধীনে আসার পর থেকেই পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলো একালার বাসিন্দারা। সেই দাবিকে মান্যতা দিয়ে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে টেন্ডার বের করা হয়। সরকারি সমস্ত প্রক্রিয়া শেষে এদিন চকভৃগু এলাকার ১৩ নং ওয়ার্ডের বিদ্রোহী মোড় থেকে বাধ পর্যন্ত রাস্তা নির্মানের কাজ শুরু হয়।

উল্লেখ্য গত পৌর নির্বাচনে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ সংযুক্ত হয় বালুরঘাট পৌরসভার এলাকায়। ১৩-১৪ ও ১৫ নম্বর তিনটি ওয়ার্ড গঠন হয় চকভৃগু এলাকায়। এর পরেই গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চলগুলি পৌর এলাকা হওয়ায় তার উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে বালুরঘাট পৌরসভা।

পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় এই ওয়ার্ড গুলিতে শুরু হয়েছে নানান উন্নয়নমূলক কাজ। রাস্তা ঘাট থেকে নিকাশি ব্যবস্থা পথবাতি সবকিছুতেই জোর দিয়েছে পৌরসভা। এবারে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই তিনটি ওয়ার্ডে নতুনভাবে তৈরি হচ্ছে কয়েকটি সিসি রোড।

এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ১৩ নম্বর ওয়ার্ডে বিদ্রোহী মোড় থেকে বাঁধ পর্যন্ত সি সি রোডের কাজ শুরু হয়। নারকেল ফাটিয়ে সিসি রোডের শুভ সূচনা করেন বালুরঘাট পৌরসভার পুরাধ্যক্ষ অশোক মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিআইসি মহেশ পারেখ এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মন্ডল। এলাকায় পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.