ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপূজা শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বালুরঘাটে
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১সেপ্টেম্বরঃ ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপূজা শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বালুরঘাটে। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও সাড়ম্বরে পালিত হলো দূর্গা পূজার শোভাযাত্রা। দুর্গাপূজার ঠিক আগের মুহূর্তে বালুরঘাট শহরের মোট ৫৫ টি দলকে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার।
বালুরঘাট শহরের বরাবরই প্রচলিত দূর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই নানা উৎসব আঙ্গিকে মাতে শহরবাসী। ইতিমধ্যেই ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত দূর্গা পূজার শোভাযাত্রা যেন আরেকটি নতুন স্তর যোগ করল বালুরঘাট বাসির মনে।
বালুরঘাট শহরের বিভিন্ন ক্লাবগুলি পক্ষ থেকে এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় নানান অঙ্গিকে দুর্গাপুজার নানান রূপ তুলে ধরা হয়। শহরের মোট ৫৫ টি ক্লাব সহ এদিনের এই সাড়ম্বর শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকগণ ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।
এদিন বালুরঘাট শহরের হাইস্কুল মাঠ থেকে এই শোভাযাত্রাটি প্রারম্ভ হয় এবং তারপর সারা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা। নিজেদের কৃষ্টি কথা তুলে ধরতে এই শোভাযাত্রা বলে জানান জেলাশাসক। সম্প্রতি ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে দুর্গাপূজার শোভাযাত্রাকে। সেই স্বীকৃতির আনন্দ মানুষের সাথে ভাগ করে নিতেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বালুরঘাট শহরের ৫৫ টি ক্লাবের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ও এদিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি দেখতে শহরের লোকেরও ভিড় উপচে পড়ে রাস্তায়। নানান পোশাক, নানান সাজ, নানান থিমের এই শোভাযাত্রা মন কারে শহরবাসীর।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে শুরু হল ইউনেস্কো স্বীকৃত প্রাপ্ত দূর্গা পূজার শোভাযাত্রা। জেলার বিভিন্ন ক্লাব ও সংগঠন মিলে মোট ৫৫ টি দল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বলে জানান জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলা শাসক ছাড়াও উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার রাহুল দে এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এদিনের শোভাযাত্রায় বিভিন্ন ক্লাব, স্বনির্ভর গোষ্ঠী ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী দের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।