উড়িশ্যায় কাজ করতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হলো হিলির দুই যুবকের।
1 min read
আজকেরবার্তা, হিলি, ১জুলাইঃ উড়িশ্যায় কাজ করতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হলো হিলির দুই যুবকের। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হিলি ব্লকের তির মোহিনী এলাকার দুই যুবকের। পাথর বোঝাই ডাম্পারের তলায় চাপা কড়ে মৃত্যু হলো দুই যবকের।
উড়িশ্যায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জন কিশোরের। দুইজনেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী মহিষনোটা এলাকার বাসিন্দা। মৃত্যুর খবর পেতেই এলাকায় শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, হিলি থানার ত্রিমোহিনীর মহিষনোটা এলাকার তারা পাহানের ছেলে কনক পাহান (২০) ও অমল পাহানের ছেলে বাদল পাহান (১৮) পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল উড়িশ্যায়। ঐ দুই কিশোর উড়িশ্যায় খরদাহ রোডে ব্রীজের কাজ করতেন। জানাগেছে পাথর বোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের।
ভিনরাজ্যে কাজে যাওয়ার কারণে রাস্থার পাশের অস্থায়ী ঘর বানিয়ে থাকতো শ্রমিকরা। শুক্রবার আনুমানিক ভোর- 05.30 মিনিটে পাথর বোঝাই ডাম্পার তাদের শোবার ঘরে আচমকা ঢুকে যায়। এবং সেখানেই ডাম্পারের তলায় চাপা পড়ে তার মারা যায়। বাড়ি তে খবর পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া।