পরিক্ষামূলক
1 min read
বালুরঘাট ১ জুলাই ঃ- এলাকার নেতা কে গ্রেফতার করায় বাজার বনধ রাখলো এলাকাবাসীর। বালুরঘাট শহরের পাওয়ার হাউস বাজার বন্ধে সমস্যায় সাধারণ মানুষ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
জানা গেছে গত তিনদিন আগে ঠিকাদারি সংস্থার কাজ পাওয়ার বিষয়ে গোলমাল বাধে পাওয়ার হাউস ইলেকট্রিক সাপ্লাই অফিসে। এই গোলমালের জেরে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয় বেশ কয়েকজনের নামে। এলাকার প্রভাবশালী নেতা অরিজিত মহন্ত ওরফে বল্টুর নামে অভিযোগ পরায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল আদালতে তুললে পুলিশ তিন দিনের রিমান্ডে নেয়। এলাকার নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকাল থেকেই পাওয়ার হাউস বাজার বন্ধ। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।