বালুরঘাটে এসে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। পৌঁছে দেন ত্রান সামগ্রী।
1 min read
আজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, ১মেঃ শুক্রবার সন্ধ্যারাতে বিস্তির্ণ বালুরঘাট ব্লক জুড়ে হয় ভয়াবহ ঝড়। বালুরঘাট শহর সহ সংলগ্নএলাকার উপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড়। ঝাড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। কোথাও মানুষের বাড়ের টিনের চাল উড়ে যায় আবার কোথাও ঝড়ের জেড়ে পড়ে যায় বহু বড় বড় গাছপালা। সব মিলিয়ে নানান ভবে ক্ষতিগ্রস্ত হয়েপড়েছে বালুরঘাট ব্লক। ঝড়ের খবর পাওয়া মাত্রই খবর পেয়ে এলাকার সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটের ছুটে আসেন। বালুরঘাটে এসে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। বালুরঘাট পুরসভা এলাকা সহ সারা বালুরঘাট ব্লকের যে সমস্ত এলাকা গুলি শুক্রবার সন্ধ্যারাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নানান প্রকার ত্রান সামগ্রী ঝাড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পৌঁছে দেন তিনি। তার এই মানবিক রুপকে সাধুবাদ জানান সকলে।