Sun. Oct 1st, 2023

সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি চাঞ্চল্য বুনিয়াদপুরে

1 min read

আজকেরবার্তা, বুনিয়াদপুর, ৩০এপ্রিলঃ অটোচালককে চেন অফিসে ঢুকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাইয়ের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় বুনিয়াদপুর থেকে বালুরঘাট গামী 512 নং জাতীয় সড়ক অবরোধ করে এলাকার অটো চালকেরা। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে শনিবার দুপুরে অটোর চেন অফিসে ঢুকেন এক সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাই।

কিছু বুঝে ওঠার আগেই লাঠি নিয়ে তারা লাঠি নিয়ে চড়াও হন এক অটোচালকের ওপর। মারধরের ঘটনা আটকাতে গিয়ে রক্তাক্ত হন আরও বেশ কয়েকজন অটোচালক। গুরুতর আহত অটোচালক নাজিমুল হক বর্তমানে রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কি কারনে সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাই মারধর করেছে অটোচালককে বিষয়টি এখনো স্পষ্ট নয়। যদিও সিভিক ভলেন্টিয়ারের এহেন দাদাগিরিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শনিবার এই ঘটনার প্রতিবাদে 512 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার সমস্ত অটোচালকেরা। মুহূর্তে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ছুটে আসে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বংশীহারী থানার বিশাল পুলিশবাহিনী। অটোচালকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যান তিনি। যদিও পরবর্তীতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.