Thu. Sep 21st, 2023

চাইল্ড ওয়াটার পিউরিফায়ার মেশিনের উদ্বোধন করে স্কুলের ছাত্রদের সাথে সময় কাটালেন বালুরঘাট সাংসদ।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১এপ্রিল: রাজনীতির বাইরে এসে বালুরঘাট হাইস্কুলের ছাত্রদের সাথে খোশ মেজাজে গল্পে মাতলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার তিনি স্কুলের ছাত্রদের প্রাথমিক বিভাগের জন্য একটি চাইল্ড ওয়াটার পিউরিফায়ার মেশিনের উদ্বোধন করলেন।

এই ওয়াটার পিউরিফায়ারের সাহায্যে গরম, ঠান্ডা সব ধরনের জলই পাওয়া যায়। সাংসদের তহবিলের টাকার অর্থের মাধ্যমে তিনি এটি হাইস্কুলের প্রাথমিক বিভাগের প্রায় ৫৭৫ জন ছাত্রের জন্য দান করেন। দেখা যায়, তিনি রাজনৈতিক ভাষনের বাইরে গিয়ে ছাত্রদের সাথে খোশ মেজাজে গল্প শুরু করলেন। রবীন্দ্রনাথ- বিবেকানন্দ থেকে শুরু করে কীভাবে বড় হয়ে উঠতে হবে, প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে সব রকমের আলোচনা করেন তাদের সাথে। বড় হয়ে উঠার গল্প করতে গিয়ে বিভিন্ন ব্যাখার অবতাড়নাও করেন তিনি। সুকান্ত মজুমদারের শিক্ষক সুলভ আচরনে খুশি প্রাথমিক বিভাগের ছাত্ররা।

সুকান্ত মজুমদার জানান, রাজনীতির পাশাপাশি আমি একজন শিক্ষক। ছাত্রদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে খুশি হয়েছেন বলে জানান।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.