উত্তর দিনাজপুর জেলায় সাংবাদিক নিগ্রহের ঘটনার সরব দক্ষিন দিনাজপুর জেলা প্রেস ক্লাব
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলায় সাংবাদিক নিগ্রহের ঘটনার সরব দক্ষিন দিনাজপুর জেলা প্রেস ক্লাব। সাংবাদিক নিগ্রহ ঘটনার প্রতিবাদে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আরক্ষাধীক্ষক রাহুল দে কে ডেপুটেশন প্রদান করে প্রেসক্লাবের অন্তর্গত সাংবাদিকরা। পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার ঠিক আগে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটায় আগামী দিনের নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সাংবাদিকরা।
প্রসঙ্গত, পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর জেলায় গতকাল সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির স্বীকার হতে হয় বেশ কিছু সংবাদিকদের। সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় বেশ কিছু অসাধু ব্যেক্তি হঠাৎ আক্রমণ করে উত্তর দিনাজপুর জেলার সাংবাদিক দের। সাংবাদিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারা রাজ্য। একাধিক জায়গায় উঠে আসছে প্রতিবাদ এর ছবি। ঠিক একইভাবে সহকর্মীদের উপরে হামলার প্রতিবাদে বালুরঘাটে সরব দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। কালো ব্যাচ পরে উত্তর দিনাজপুরের সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা। সাংবাদিকদের সুরক্ষা সংক্রান্ত বিষয় ও উত্তর দিনাজপুরের ঘটনার প্রতিবাদে জেলা আরক্ষাধীক্ষকে প্রদান করে ডেপুটেশন।
গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। প্রতিনিয়ত মানুষের কথা সকলের মাঝে তুলে ধরার কাজ করে আসছে সাংবাদিকরা। এমত পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কাল ব্যাচ পড়ে বালুরঘাটে প্রতিবাদ জানাই দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা।
প্রসঙ্গত, রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। সেই বিশৃঙ্খলার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়করা ডালখোলায় আসেন রাম নবমীর শোভাযাত্রার অশান্তির ঘটনার প্রতিবাদ জানাতে। উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বে দেওয়া তথ্য অনুযায়ী সাংবাদিকরা সেই খবর সংগ্রহ করতে যায় এলাকায়। সেখানেই বেশ কিছু অসাধু ব্যাক্তি চড়াও হয় সাংবাদিকদের উপর। ঘটনাস্থলে উপস্থিত নেতৃত্বের সামনেই সাংবাদিকদের মারধর করে বেশ কিছু অসাধু ব্যক্তি। কোন প্ররোচনা ছাড়াই অতর্কিতে এই হামলা চালানো হয় সাংবাদিকদের উপর।
ঘটনায় আহত হয় উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু সাংবাদিক। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন করণদিঘী হাসপাতালে। এর আগেও বহুবার দেখা গিয়েছে সাংবাদিক নিগ্রহের ঘটনা। আবারো সাংবাদিকদের উপর হামলা চালায় দুষ্কৃতিরা। সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব সদস্য সাদস্যারা।