Sun. Oct 1st, 2023

সাংসদরত্ন পুরস্কার নিয়ে জেলায় ফিরে আসতেই বিপুলভাবে সংবর্ধিত হলেন বালুরঘাট সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১ এপ্রিল: সাংসদ রত্ন সম্মাননায় সম্মানিত হয়েছেন বালুরঘাট সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। দিল্লিতে প্রথমবারের সাংসদ হিসেবে সেরা সাংসদ রূপে সুকান্ত মজুমদার সম্মানিত হন সাংসদ রত্ন হিসেবে। সাংসদরত্ন পুরস্কার নিয়ে জেলায় ফিরে আসতেই বিপুলভাবে সংবর্ধিত হলেন বালুরঘাট সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। নিজের জেলাবাসীর কাছ থেকে ভালোবাসা পেয়ে আপ্লুত তিনি।

সাংসদ কাল চলাকালীন সাংসদরত্ন সম্মাননা পাওয়ায় খুশি সুকান্ত বাবু। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য সাংসদ মনোনীত হওয়ার পর সাংসদরত্ন সম্মাননা পেয়ে নিজের লোকসভা এলাকা কে আরো উন্নতির পথে নিয়ে যেতে আগ্রহী বালুরঘাট সংসদ ডক্টর সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, সম্প্রীতি দিল্লিতে সংসদরত্ন সম্মাননা পান বালুরঘাট সংসদ ডক্টর সুকান্ত মজুমদার। প্রথমবার মনোনীত সাংসদ হিসেবে এই সাংসদরত্ন সম্মাননা পান তিনি। দিল্লিতে সম্মাননা গ্রহনের পর এদিন নিজের জেলায় আসেন তিনি। জেলায় আসার পর দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে সম্মাননা জানানো হয় সাংসদরত্ন সম্মান প্রাপ্ত বালুরঘাট সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কে।

শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান জানানো হয় বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার কে। দিল্লিতে সুকান্ত মজুমদার সাংসদ রত্ন পুরস্কার পাওয়ার পর এদিন নিজের জেলায় আসার পর বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে এদিন তাকে সংবর্ধনা দেয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি, জেলা মহিলা মোর্চা, জেলা যুব মোর্চা, জেলা কিষাণ মোর্চা, ওবিসি সেল, এস টি এস টি সেল সহ বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা এদিন সুকান্ত মজুমদারকে সাংসদরত্ন পাওয়ার পর সংবর্ধিত করেন তাকে। বিজেপি জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে এদিনের এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজের জেলায় সংবর্ধিত হয়ে আপ্লুত বালুরঘাট সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।

 

 

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.