দুয়ারে সরকার প্রক্লপের ট্যাবলো উদ্বোধন হল বংশীহারিতে।
1 min readআজকেরবার্তা, বংশিহারী , ১এপ্রিল:
দুয়ারে সরকার প্রক্লপের ট্যাবলো উদ্বোধন হল বংশীহারিতে। শনিবার সকালে দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সমষ্টি উন্নয়ন দপ্তরে দুয়ারে সরকারের এই ট্যাবলো উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, বিডিও সুদেষ্ণা পাল পঞ্চাশ সমিতির সহসভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা। সবুজ পতাকা নাড়িয়ে সূচনা করেন জেলাশাসক বিজয় কৃষ্ণা ।
আবারো জেলাজুড়ে ১-১০ মে, ১১-২০ মে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের উদ্বোধন হয় ট্যাবলোর মাধ্যমে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে যুক্ত করা হয়েছে বিধবাভাতা এবং ভবিষ্যত ক্রেডিট কার্ড। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋন নেওয়া যাবে এবং এরে কোনো ডকুমেন্ট জমা রাখতে হবে না। উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জানা যায়, বংশীহারি সহ সারা জেলা জুড়ে প্রায় ২৯৪ টি ক্যাম্প হবে। এদিন জেলাশাসক নিজে এই ক্যাম্পগুলি পরিদর্শন করবেন। সেস্ট লেভেলের অফিসাররাও এই ক্যাম্পে আসবেন। এছাড়াও পঞ্চায়েত, পৌরসভার অফিসাররাও এই ক্যাম্পের সাথে যুক্ত থাকবেন।