মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা মাত্র ৬ দিনের শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো দক্ষিন দিনাজপুর জেলার সিমান্তবর্তী হিলি এলাকার এক যুবক।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১এপ্রিল :- রক্ত সঙ্কট গ্রাস করে চলেছে সমগ্র রাজ্যকে। শুধু মাত্র দক্ষিন দিনাজপুর জেলার সরকারি হাসপাতাল গুলিতেই নয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও দেখা দিয়েছে তীব্র রক্ত সঙ্কট। সুদুর হিলি থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে রক্তদান করেন এক যুবক। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা মাত্র ৬ দিনের শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো দক্ষিন দিনাজপুর জেলার সিমান্তবর্তী হিলি এলাকার এক যুবক।
গরম পড়তে না পড়তেই রক্ত সঙ্কট দেখা দিতে শুরু করেছে হাসপাতাল গুলিতে। বিরল ব্লাড গ্রুপের রক্তের বিশেষ চাহিদা দেখা দিয়েছে সর্বত্র। বৃহস্পতিবার রাতে মুনমুন দাস নামক মাত্র ৬ দিনের একটি শিশু শারিরিক অসুস্থতা নিয়ে ভর্তি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ও নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত বিরল ব্লাড গ্রুপ হওয়ার কারনে রক্ত যোগাড় করতে হিমশিম খেতে হয় রোগীর পরিজনদের। অবশেষে দক্ষিন দিনাজপুর জেলার স্বেচ্ছাসেবী সংস্থা পথের দিশা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে রোগীর পরিজনেরা। ১১০ কিলোমিটার দুরত্ব পারি দিয়ে রিফিকুল মন্ডল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে রক্তদান করেন তিনি।
গরম পড়তে না পড়তেই রক্ত সঙ্কট গ্রাস করছে সমস্ত হাসপাতালগুলিকে। ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিতে শুরু করেছে তীব্র রক্ত সঙ্কট। দক্ষিণ দিনাজপুরের জেলাতে অনবরত রক্ত সঙ্কটের বিরুদ্ধে লড়াই করে চলেছে পথের দিশা ফাউন্ডেশন। শুধুমাত্র জেলায় নয় এবার জেলার গন্ডি পেরিয়ে ভিন জেলায় পৌঁছে গিয়েছে পথের দিশা ফাউন্ডেশনের রক্ত যোদ্ধারা।